চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চসিকের অভিযান: মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২১ | ৯:৪০ অপরাহ্ণ

মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৮ জনকে ১ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা, মেরিনার্স রোড, ফিরিঙ্গি বাজার, কাজী নজরুল ইসলাম রোড ও কোতোয়ালি মোড় এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাস রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় করোনা ভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ৮ জন পথচারীর বিরুদ্ধে মামলা রুজুপূর্বক জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট