চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চকরিয়ায় যুবক গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া

৪ মে, ২০২১ | ৫:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, সাম্প্রদায়িক উসকানি দেওয়াসহ নানা অভিযোগে মো. নূর আলম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (৩ মে) রাতে সৃজন দে নামের এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার নূর আলম উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিম গর্জনতলী এলাকার শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নূর আলম নামের এক যুবক টিকটক ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ ধর্মীয় নানা উস্কানিমূলক তথ্য দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় সৃজন দে নামের এক ছাত্রলীগ নেতা নুর আলমকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন। এরপর সোমবার রাত দেড়টায় অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নুর আলমকে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট