চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২১ | ১২:৪১ পূর্বাহ্ণ

বিকাল সাড়ে ৫টা। রাস্তার পাশে বসেই ভিক্ষা করছিলেন কুয়েশ এলাকার ষাটোর্ধ আয়েশা বেগম। তীব্র তাপদাহে মায়ের মুখ ঘেমে সেই পানি টপটপ পড়ছিল কোলে থাকা ছোট্ট আরিফের শরীরে। সকালে বাড়ি থেকে বের হলেও দিন শেষে মিলেনি একশ টাকাও। একে তো প্রচণ্ড গরম, তার ওপর কিভাবে ইফতার করবেন সে ভাবনায় অস্থির আয়েশা বেগম।

কিছুক্ষণের মধ্যেই আয়েশা বেগমের হাতে ইফতারের প্যাকেট ও পানি তুলে দিয়ে ইফতার করার আহ্বান জানালেন জলপাই রঙের পাঞ্জাবি পড়া এক ভদ্রলোক। ইফতারি হাতে আয়েশা বেগমের চোখে-মুখে তখন আনন্দের আভাস।

সোমবার (৩ মে) ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায়। আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শুধু আয়েশা নন, ইফতার সামগ্রী পেয়েছেন আরও অসহায় ও ‍দুস্ত মানুষজন।

দৈনিক পূর্বকোণ সেন্টারের সামনে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন দৈনিক পূর্বকোণের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট