চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টেকনাফে ‘কথিত বন্দুকযেুদ্ধে’ দুই ভাই নিহত

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০১৯ | ১২:৫৫ অপরাহ্ণ

টেকনাফের পুলিশের সাথে ‘কথিত বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম (২৬), আব্দুর রহমান (৩০) নামে দুই ভাই নিহত হয়েছেন।

গতকাল (২৭ জুন) দিবাগত রাত বারোটা বিশ মিনিটের দিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, উভয়ের নামে টেকনাফ থানার অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল।

নিহত আব্দুস সালাম ও আব্দুর রহমান টেকনাফের পূর্ব শিকদার পাড়ার মো. হোছন প্রকাশ মাহদুর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ পূর্বকোণকে বলেন, গতকাল দিবাগত রাত বারোটা বিশ মিনিটের দিকে হ্নীলা উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে অভিযানে যায়। এ সময় নিহতদের সহযোগী অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এত ঘটনাস্থলে পুলিশের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি এলজি, ২টি অটো ছুরি, দুইটি কিরিচ, ৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজের খোসা পাওয়া যায়। এ সময় আব্দুস সালাম ও আব্দুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করলে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট