চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভিআইপিদের আগমনে নগর জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এলেই পাল্টে যায় নগরীর চিরচেনা সড়কের চেহারা। সড়কে বেড়ে যায় যাত্রীর চাপ আর আটকে যায় গাড়ির চাকা। কেন না, সপ্তাহের শেষ এ দিনটিতে নগর থেকে যেমন দূর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বন্দরের হাজারও মালবাহি গাড়ি তেমনি ছুটির দিনটি বাড়িতে কাটাতে পাড়ি জমায় হাজারো কর্মজীবী মানুষ। অতিরিক্ত গাড়ি ও যাত্রী চাপে সৃষ্টি হয় তীব্র যানজটের। এমনই ব্যস্ততম দিনটিতে যদি নগরীতে ঘটে ভিআইপির আগমন তাহলে তো আর কথাই নেই। কারণ ভিআইপিদের নির্বিঘœ যাত্রা উপহার দিতে সড়কের একপাশ বন্ধ করে ‘জিরো ট্রাফিক’ ব্যবস্থা সৃষ্টি করতে ব্যস্ত থাকে পুরো ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজটের কবলে পড়ে নগরবাসী। গতকাল বৃহস্পতিবারও ভিআইপিদের আগমন উপলক্ষে তীব্র যানজটের মুখে পড়ে নগরবাসী। নগরীতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ পুলিশ উইমেন এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। যাদের আগমন উপলক্ষে নগরীতে সড়কজুড়ে রাখা হয় ‘জিরো ট্রাফিক’ ব্যবস্থা। এতে করে নগরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। গতকাল নগরীর বারেক বিল্ডিং থেকে সল্টগোলা ও লালখান বাজার থেকে টাইগারপাস, ওয়াসার মোড় থেকে জিইসি মোড় ও কাপ্তাই রাস্তার মোড় থেকে বদ্দারহাট টার্মিনাল পর্যন্ত যানজট লেগেছিলো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। নগরীর সব সড়কেরই অবস্থা ছিল একই রকম। এসময় রাস্তার দুপাশে আটকে পড়ে শত শত গাড়ি। নগরজুড়ে তীব্র এ যানজটের কারণ জানতে চাইলে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাযারী পূর্বকোণকে বলেন, ‘বৃহস্পতিবার হল সপ্তাহের শেষ দিন। এ দিনটিতে নগরীতে গাড়ির চাপ তুলনামূলকভাবে অন্য দিনগুলোর চেয়ে বেশি থাকে। বন্দর থেকে ছেড়ে যাওয়া গাড়ি ও বাড়ি ফেরা যাত্রীদের চাপ এ দিনে সড়কে সব থেকে বেশি থাকে। এছাড়া নগরীতে আজ পুলিশের দুটি বড় প্রোগ্রাম ছিল। নগরীর ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে ছিল বাংলাদেশ পুলিশ উইমেন এওয়ার্ড ও জিইসি কনভেনশন হলে ছিল কমিউনিটিং পুলিশের মহাসমাবেশ। যেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট