চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লো-ভল্টেজের সমাধান হলেও আলোর মুখ দেখছে না শিল্প নগরী

খাগড়াছড়িতে এক যুগ পরও গতিশীল হয়নি বিসিক

জহুরুল আলম হ খাগড়াছড়ি

২৮ জুন, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

পাহাড়ে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় উদ্যোগে শিল্পের বিকাশ ও পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে সরকার খাগড়াছড়ি জেলা সদরে ‘জিরো মাইল’ এলাকায় বিসিক প্রতিষ্ঠা করেন। প্রায় ১০ একর জমি অধিগ্রহণ করে কর্তৃপক্ষ। ২০০৭ সালে বিসিক শিল্প নগরী অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হওয়ার পর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও উল্লেখ্যযোগ্য কোন শিল্প কারখানা গড়ে উঠেনি। বর্তমানে শিল্প নগরীটি গবাদি পশুর বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। ২০১১ সালে প্লট বরাদ্দ শুরু হলেও ৭১টি প্লটের মধ্যে কেবল ৩৮টি প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। এখনো ৩৩টি প্লট বরাদ্দ হয়নি। শিল্প উদ্যোক্তা ও পৌর মেয়র মো. রফিকুল আলম জানান, ‘দীর্ঘদিন বিদ্যুতের ভোল্টেজের সমস্যার কারণে শিল্প কারখানা গড়ে উঠেনি। বর্তমানে বিদ্যুত সমস্যা নেই। তবে পাবর্ত্য এলাকায় ব্যাংক ঋণের দীর্ঘসূত্রিতার কারণে ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে বিসিক শিল্প নগরীতে দ্রুত শিল্প কারখানা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি’। প্লট বিতরণের পর কয়েক বছর আগের চারটি কারখানার তিনটিই বর্তমানে বন্ধ রয়েছে। কেবল ময়দা প্রক্রিয়াজাত করণের একটি কারখানা চালু

আছে। শিল্প নগরীতে বিদ্যুত, পানি সংযোগসহ সুগম যোগাযোগ ব্যবস্থা থাকার পর প্লট কিনে ফেলে রেখেছে উদ্যোক্তারা। এমনকি স্থাপিত কারখানাও বিক্রয়ের নোটিশ ঝুলিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে দুইটি কারখানাতেই তালা ঝুলছে। খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মো. কাশেম জানান, ‘নানা কারণে বিসিক শিল্প নগরী কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারেনি। শিল্প নগরীটি চালু হলে জেলার বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি’। খাগড়াছড়ি উপ-ব্যবস্থাপক, বিসিক কেএম সাদেকুল রহমান এ প্রতিবেদকে জানান, ‘বিদ্যুতের লো-ভল্টেজের কারণে বিসিকে কোন শিল্প স্থাপন সম্ভব হয়নি। নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন হওয়ার পর বর্তমানে একটি কারখানা বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। অন্যরা উৎপাদনমুখী হচ্ছে। এছাড়া পার্বত্য এলাকায় ব্যাংক ঋণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা রয়েছে। তাই উদ্যোক্তাদের শিল্প-কারখানা স্থাপনে ব্যাংক ঋণ প্রদানে বেসিক ব্যাংকের সহায়তা প্রয়োজন’। তিনি আরো জানান ‘বিসিক শিল্প নগরী চালু করার জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট