চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

লকডাউনে দোকান খোলা রেখে জরিমানা গুনল চন্দনাইশের ৭ ব্যবসায়ী

চন্দনাইশ সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২১ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনেও দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার গাছবাড়ীয়া বাছুরা শপিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

অভিযানে বেবি জুসের মো. ইমরানকে ১ হাজার, শ্যামল জুয়েলার্সের শ্যামল ধরকে ১ হাজার, কনফেকশনারি দোকানের মো. হারুনকে ৫০০, খাজা এন্টারপ্রাইজের মো. সাজ্জাদকে ১ হাজার, মোস্তাক শাহ স্টোরের মো. মোস্তাককে ২ হাজার, আল মক্কা স্টোরের মো. সালমানকে ১ হাজার, আল মক্কা হাউজের আনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন পূর্বকোণকে বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া বাকি দোকান বা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছেন। অথচ সরকারি সিদ্ধান্তকে না মেনে দোকান খোলা রেখেছে গাছবাড়ীয়া বাছুরা শপিং সেন্টারের প্রায় সাতটি দোকান। তাই অভিযান চালিয়ে তাদের ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট