চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জিম্মি করে টাকা দাবি, চট্টগ্রামে কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২১ | ৭:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে দুই যুবককে জিম্মি করে টাকা দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) রাতে পাহাড়তলীর একতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মী রানী দাশ (৩৪), নার্গিস আক্তার (২১) ও মাসুদ রানা (৩৫)। এদের মধ্যে মাসুদ রানা নিজেকে সিটিজি ক্রাইম টিভি নামের একটি অনলাইন ইউটিউব চ্যানেলের এবং ভোরের জানালা নামের একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-পশ্চিম) পলাশ কান্তি নাথ।

পুলিশ জানায়, মাসুদ সাংবাদিক পরিচয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে নারীদের ব্যবহার করে বিভিন্ন বয়সী লোকজনকে এনে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা আদায় করেন। এ বিষয়ে থানায় দুই যুবকের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাবার পর বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর একতা আবাসিক ভবনের চতুর্থ তলায় মাসুদের বাসা থেকে খেলনার পিস্তল, দুটি ছুরি ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাসুদের কাছ থেকে সিটিজি ক্রাইম টিভি ও ভোরের জানালা পত্রিকার পরিচয় পত্রও জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট