চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অভুক্ত প্রাণীদের পাশে সোশ্যাল এন্ড এনিম্যাল এক্টিভিস্ট ফাউন্ডেশন

বিজ্ঞপ্তি

২১ এপ্রিল, ২০২১ | ১১:০৭ অপরাহ্ণ

গত বছর লকডাউনে পুরো চট্টগ্রামে অভুক্ত কুকুরদের খাওয়ানো প্রথম শুরু করেছিলো সোশ্যাল এন্ড এনিম্যাল এক্টিভিস্ট ফাউন্ডেশন (সাফ)। পরবর্তীতে সাবেক মেয়র আ.জ.ম নাছির এবং বিদ্যানন্দের সহায়তায় ছুটে গেছে তারা অলি গলি সবখানেই। এ বছর আবার লকডাউনে একই ধারা বজায় রেখে ৫ এপ্রিল থেকেই প্রতিদিন খাবার দিয়ে যাচ্ছে টিম সাফ।

ফাউন্ডেশনের সভাপতি ইয়ানা হক জানান, এখন পর্যন্ত প্রায় ৩ শ’র বেশি কুকুরকে খাবার দেয়া হয়েছে এবং কার্যক্রম চলবে লকডাউন পর্যন্ত। নগরীর কোর্ট বিল্ডিং, সিডিএ, ব্রিজঘাট, সিভাসুসহ বিভিন্ন এলাকায় কুকুর-বিড়াল ছাড়াও অন্যান্য অভুক্ত প্রাণীদের খাবার দেয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি উষা আচার্য, সাধারণ সম্পাদক তৃষা ভট্টাচার্য, আহবায়ক একেএম. জুবায়েদ আব্দুল্লাহ, ভলেন্টিয়ার হৃদয় দাশ সৌরভ, মুন সিংঘা, শুভ দে, সাকিব আল হাসান, টিনা বড়ুয়া প্রমুখ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট