চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৭ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২১ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দোকানপাট খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৭ জনকে ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আমিরাবাদ স্টেশন এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমীরণ চক্রবর্তীসহ আরও অনেকে।

ইউএনও আহসান হাবীব জিতু পূর্বকোণকে বলেন, লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নিষেধ অমান্য করে বেশিরভাগ দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৭ জনকে ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে সকলকে সচেতন করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট