চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

প্রজনন মৌসুমে হালদায় সক্রিয় চোরচক্র, জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২১ | ৭:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় এপ্রিল থেকেই ডিম ছাড়তে আসা শুরু করেছে মা মাছ। প্রজননের এই মৌসুমকে সামনে রেখে হালদা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। চেষ্টা করছে নদীর বিভিন্ন পয়েন্টে জাল বসিয়ে মা মাছ শিকার করার।

হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে প্রতিদিন আইনের আওতায় আসছে মাছ শিকারি। জব্দ করা হচ্ছে জালসহ মাছ শিকারের উপকরণ। সর্শেবষ বুধবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এক হাজার ৫ শ’ মিটার জাল জব্দ করে উপজেলা প্রশাসন।

গুমানমর্দন ইউনিয়নের পেশকার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

ইউএনও রুহুল আমীন পূর্বকোণকে বলেন, এপ্রিল মাস থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর।

তিনি আরও বলেন, বিকেলে গুমানমর্দন ইউনিয়নের পেশকার হাট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫ শ’ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট