চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে নাইক্ষ্যংছড়িতে ২ যুবক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে এইচ এম হামিদুর রহমান (২৭) ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে অলি আহাম্মেদ (২৬)।

গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন হেফাজতের সমর্থক অন্যজন শিবিরের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানান।

রবিবার (১৮ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী  ও সদর ইউনিয়নের চাকঢালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার করছিল। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট