চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে অস্ত্রসহ মারমা লিবারেশন পার্টির ২ সদস্য গ্রেপ্তার

বান্দরবান সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২১ | ৬:০১ অপরাহ্ণ

বান্দরবানে অস্ত্র ও গুলিসহ মারমা লিবারেশন পার্টির ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি বন্দুক, ৪টি কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম।

গ্রেপ্তারকৃতরা হলো- মংএচিং মার্মা (৫২) ও হাইসিং মং মার্মা(৪০)। উভয়ের বাড়ী রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে।

সোমবার (১৯ এপ্রিল) ভোরে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলুপাড়া চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দু’জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের তল্লাশি করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আটক মংএচিং মার্মা ও হাইসিং মং মার্মা জিজ্ঞাসাবাদে মারমা লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট