চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন তারা

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২১ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসে এক ঠিকাদারের কাছে চাঁদাবাজি ও তাকে মারধর করতে গিয়ে আটক হয়েছেন ৬ ব্যক্তি। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাদের আটক করা হয়। তারা হলেন শাহানুর শাহিন (৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির (৪৫), মো. তৌহিদুল আলম (৪০), মো. ওসমান গনি দুলু (৪৫) ও মো. নুরুল আফছার টিপু (৪৫)।

পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের যুবলীগ নেতা-কর্মী দাবি করলেও স্থানীয় কিংবা মহানগরে কোথাও তাদের কোনো পদ-পদবি নেই।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজও তারা দুই লাখ টাকা চাঁদার দাবিতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ষষ্ঠ তলায় যায়। ঠিকাদার মো. বশির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ বলেন, আটককৃতদের প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। আরও যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট