চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯৩

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২১ | ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের দেহে। এদের মধ্যে ২৪৯ জন নগরীর ও ৪৪ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ২২৭ জনে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৬৪ জন। এর মধ্যে ৩৪৩ জন নগরের ও ১২১ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন ও শেভরণে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫০ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন ও আরটিআরএলে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট