চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ মামলা

বাঁশখালী সংবাদদাতা

১৮ এপ্রিল, ২০২১ | ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে বাঁশখালী থানায় মামলা দুটি দায়ের করেন পুলিশ ও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর। তিনি বলেন, শনিবারের ঘটনায় পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়কের করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০৫০ জনকে আসামি করা হয়।

বাঁশখালী থানার পরিদর্শক আজিজুল ইসলাম মামলা দুটির তদন্ত করবেন বলে জানা গেছে ।

বিদ্যুৎকেন্দ্রের চীফ কোঅর্ডিনেটর ফারুক আহমেদ পূর্বকোণকে বলেন, গতকালের সংঘর্ষের ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি।

এদিকে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহযোগিতা দেয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট