চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়া বিমান হামলা দিবসের ৫০তম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২১ | ১০:১৯ অপরাহ্ণ

১৯৭১ সালের ১৬ এপ্রিল পটিয়া সদরের থানার মোড় এলাকায় পাক হানাদারদের জঙ্গী বিমান থেকে নির্বিচারে এলোপাতাড়ি বোমা হামলা করা হয়। এতে প্রাণ হারান ছৈয়দ আহমদ, ফয়েজুর রহমান, আলী আকবর, আমির আলী, আবুল খায়ের, বিজয় দে, দুদু মিয়া, উমর আলীসহ প্রায় ২০ জন সাধারণ মানুষ। এবছর দিবসটির ৫০তম বার্ষিকী হলেও করোনা মহামারির কারণে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ পরিস্থিতিতে সীমিত পরিসরে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে শুক্রবার পটিয়া থানার মোড় চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া গৌরব সংসদের আহবায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাংবাদিক হারুনর রশিদ ছিদ্দিকী, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, লেখক এসএমএকে জাহাঙ্গীর, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, এসএম রিদওয়ান কবির, আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম, ডা. পিন্টু কুমার দে, ডা. রতন কুমার দে প্রমুখ।

এসময় সংগঠনের আহবায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু জানান, পটিয়া বিমান হামলায় নিহত শহীদদের স্মৃতি রক্ষায় পটিয়া থানার মোড়ে গৌরব সংসদের পক্ষ থেকে ইতোপূর্বে সাইনবোর্ড স্থাপন করা হলেও বর্তমানে কোন স্মৃতিচিহ্ন নেই। আমরা পটিয়া পৌর কর্তৃপক্ষের কাছে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে পৌর মেয়র মো. আইয়ুব বাবুল জরুরি ভিত্তিতে স্মৃতি স্তম্ভ নির্মাণের আশ্বাস দেন। পরে দিবসটি স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট