চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নগরীতে শ্রমজীবী মানুষের জন্য ‘ফ্রি মুদির দোকান’

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২১ | ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পাঁচলাইশের মোহাম্মদপুরে লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপুর উদ্যোগে উদ্বোধন করা হয়েছে ‘ফ্রি মুদির দোকান’।

বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় এটি উদ্বোধন করা হয়। দোকানটি খোলা থাকবে প্রতিদিন ৩টা থেকে ৫টা পর্যন্ত।

সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র নির্দেশনায় শ্রমজীবী মানুষের জন্য ফ্রি মুদির দোকান চালু করেছি। স্বাস্থ্যবিধি মেনে যেকোন শ্রেণির মানুষ প্রতিদিন এই দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় মুদি পণ্য নিতে পারবেন’।

তিনি আরও বলেন, ‘ফ্রি মুদির দোকানে’ পাওয়া যাবে চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, সুজি, চিনি, সেমাই, নুডলস, চিড়া, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তেজপাতা, জিরা, দারচিনি, এলাচি, হরেক রকমের মসলা, গুড়, মুড়ি, তেল, লবণ,ব্রেড, বিস্কুট, চানাচুর, খাবার স্যালাইন, টেস্টি হজমি, জুস, পাউডার ড্রিংক, মিনারেল ওয়াটার, চা পাতা ইত্যাদি।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট