চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে জরিমানা গুনল চট্টগ্রামের ৫ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২১ | ৯:৪৮ অপরাহ্ণ

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনি এবং পাঁচলাইশের ষোলশহর এলাকায় অভিযান পরিচালনা এসব বিক্রেতাকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি জানান, অভিযানে বিশ্বকলোনি এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজ‌কে ৩ হাজার টাকা, এন আর গ্যাস সার্ভিসকে এক হাজার টাকা, ষোলশহর এলাকার জা‌হিন এন্টারপ্রাইজ‌কে ৩ হাজার টাকা, সো‌হেল এন্টারপ্রাই‌জকে ৩ হাজার টাকা এবং খাজা স্টোর‌কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১২ এপ্রিল) থেকে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা আর বেসরকারি পর্যায়ে প্রতিকেজি ৭৬ টাকা ১২ পয়সা অর্থাৎ প্রতি সিলিন্ডার ৯৭৫ টাকা নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট