চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ মামলা

লোহাগাড়া  সংবাদদাতা 

১৫ এপ্রিল, ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউনে অযথা ঘুরাফেরা ও দোকানপাট খোলা রাখায় ৯ মামলায় ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত বটতলী মোটর স্টেশন, পদুয়া তেওয়ারীহাট বাজার,  চুনতি বাজারসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

তিনি বলেন, করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনার সংক্রামণ রুখতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদ ও পদুয়া ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ মহসিন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট