চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

হালদায় দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার ‘ঘেরা জাল’ জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

তিনি বলেন, এপ্রিল মাস থেকে হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা-মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করবে। মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিদের কাছে ঘেরা জাল খুব কার্যকর অস্ত্র।

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা-মাছ রক্ষায় দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। সাত্তারঘাট থেকে পেশকারহাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। এছাড়াও সাত্তারঘাট থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রুহুল আমিন  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট