চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে বোট ছিনতাই করে চাঁদা দাবি: জলদস্যু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২১ | ৩:১৬ অপরাহ্ণ

বোট ছিনতাই করে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী থেকে মকছুদ আলম (৩৯) নামে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মকছুদ আলম (৩৯) কক্সবাজার জেলোর কুতুবদিয়া থানার শামসুল আলমের ছেলে।

বুধবার (১৪ এপ্রিল) সাড়ে ১০টায় উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার বলেন, গত ৮ এপ্রিল রাত ৯টায় পতেঙ্গা থানার বেরিবাঁধ এলাকা থেকে একটি বোট নিয়ে পালিয়ে যায় মকছুদ। পরে ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে কুতুবুদিয়ার তাবলারচর এলাকার বেরিবাঁধ থেকে বোটটি উদ্ধার করা হয়।  তবে ওইদিন বোটে কাউকে পাওয়া যায়নি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে বোট ছিনতাইকারী জলদস্যু মকছুদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট