চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে চুরি, ৯ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২১ | ৬:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের নির্মানাধীন ভবনে কাজ করার নামে নির্মাণ সামগ্রী চুরির সংঘবদ্ধ একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ফিরিঙ্গিবাজার নির্মানাধীন একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রোকসানা বেগম (২৮), হেলেনা বেগম (২৮), শাহিনূর বেগম (২৫), পারভিন আক্তার (২৬), বিবি ফাতেমা (৩০), মরিয়ম বেগম (৪৫), বিবি রহিমা (৩৫) ও পারভীন বেগম (২৮)।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, গত ৯ এপ্রিল ফিরিঙ্গবাজারে একটি নির্মাণধীন ভবনে টাইলসের কাজ করার জন্য যায় চোর চক্রের সদস্যরা। এরপর গত সোমবারও তারা ওই ভবনে কাজ করার কথা বলে দীর্ঘসময় সেখানে অবস্থান করেন। পরে ওই ভবনের নিরাপত্তকর্মী সোহেল স্টোর রুমে গিয়ে দেখেন, রুমটির তালা ভাঙা এবং ৩৩ বান্ডিল ইলেকট্রিকের তার নেই। এতে তার সন্দেহ হয়। এরপর গতকাল মঙ্গলবার আবার তারা ওই ভবনে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন তারা টাইলসের কাজ করার কথা বলে ওই ভবনে অবস্থান করেন। কাজে ঢুকে সবাই বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ত। এরপর সুযোগ বুঝে পাইফ ফিটিংসের মালামাল, লোহার এঙ্গেল ও ইলেকট্রিকের তার নিয়ে চলে যেত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট