চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লকডাউন: ব্যাটারি রিকশা আটক করতে গিয়ে পুলিশ আহত

নিজস্ব প্রতিবদেক

১৪ এপ্রিল, ২০২১ | ২:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ব্যাটারিচালিত রিকশা আটক করতে গিয়ে ইকবাল নামের এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর অক্সিজেন মোড়ে এই ঘটনা ঘটে। পরে রিকশাসহ চালককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক চালকের নামপরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক ইনচার্জ মঞ্জুর হোসেন পূর্বকোণকে বলেন, ‘সরকারের দেয়া লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর সময় একটি ব্যাটারিচালিত রিকশাকে আটক করতে যায় কনস্টেবল ইকবাল। এ সময় ওই চালক রিকশা না থামিয়ে ইকবালের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। পরে শেরশাহ থেকে পুলিশ চালককে আটক করে।’

তিনি আরও বলেন, ‘আহত ইকবালকে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি। তার পায়ের দুটো হাড় ভেঙে গেছে। বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট