চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় ৯৫% মৃত্যুই আইসিইউতে

ইমাম হোসাইন রাজু

১৪ এপ্রিল, ২০২১ | ১১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া পাঁচজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। যাদের প্রত্যেকের বয়সই ৫০ উর্ধ্বে। শুধু এ পাঁচ জনই নয়। গেল পাঁচদিনের তথ্য বলছে, গড়ে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৬ জন করে। অর্থাৎ পাঁচের অধিক মৃত্যু দেখেছে চট্টগ্রাম। হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কী? এমন প্রশ্নে চিকিৎসকরা বলছেন, করোনার সংক্রমণের ধরন যেমন অনেকটাই বদলেছে, তেমনি করোনা পজিটিভ ছাড়াও যারা দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রেই মৃত্যুর হার বেশি হচ্ছে। তাই সংক্রমণ রোধে অবশ্যই সকলকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।

বর্তমান চিত্র তুলে ধরে চট্টগ্রামের প্রথম করোনা ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ফোকালপার্সন ও সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবদুর রব মাসুম বলেন, ‘সংক্রমণ শুরু হওয়ার প্রথম মাস কয়েক আগেও ৫০ জন রোগীর মধ্যে ৫ জনকে বেশি দেখভাল করতে হতো। অর্থাৎ ৫০ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা একটু খারাপ ছিল। কিন্তু বর্তমানে ৫০ জনের মধ্যে ১৫ জনই খারাপ অবস্থায় ভুগছেন। একই সাথে যাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে, তাদের ক্ষেত্রেও মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। এরমধ্যে গেল কয়েকদিনের চিত্র বলছে- যারাই মারা গেছেন তাদের ৯৫ শতাংশই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’

করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের সকলেই পজিটিভ কোভিড ছাড়াও দীর্ঘ মেয়াদি অন্যান্য জটিল রোগে আক্রান্ত উল্লেখ করে এ চিকিৎসক আরও বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি, লিভার,শ্বাসকষ্ট ও  মস্তিষ্ক রক্তক্ষরণজনিতরাই মারা যাচ্ছেন। যাদের বয়সই ৫০ এর উপর।

এমন অবস্থায় সকলকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, কোনভাবেই ৫০ উর্ধ্ব যারা আছেন বা যারা দীর্ঘ মেয়াদি রোগে ভুগছেন, তারা কোনভাবেই বাসা-বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। মোট মৃত্যুর সিংহভাগই এ বয়সীরা। তাই এখন থেকে সকলকেই আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ এ চিকিৎসকের।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট