চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লকডাউনে চলবে অনলাইন পণ্য ডেলিভারি

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৭দিনের কঠোর লকডাউনে অনলাইন পণ্য ডেলিভারি দেওয়া যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাতে তিনি দৈনিক পূর্বকোণকে বলেন, লকডাউনে ই-কমার্স সাইটগুলো পণ্য ডেলিভারি দিতে পারবে। তবে ডেলিভারি দিতে বের হওয়া কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে বের হতে হবে। সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকবার বিধি নিষেধ জারির পর আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে ২০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে স রকার। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে।

বিধি নিষেধ দিয়ে জারি করা আগের প্রজ্ঞাপনগুলোতে অনলাইন পণ্য ডেলিভারি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা থাকলেও গতকাল সোমবার জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এ নিয়ে বিভ্রান্তিতে পড়েন এই খাতের উদ্যোক্তারা। এর মধ্যেই চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে এই সিদ্ধান্ত এলো।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট