চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ভ্রাম্যমাণ কেন্দ্রে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ

দেশব্যাপী করোনার মহামারী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ কেন্দ্রে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস মাংস বিক্রি শুরু হয়েছে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসে এমন একটি কেন্দ্রের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রণিসম্পদক অফিসার ডা. মোহাম্মদ রেয়াজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আবুল কালাম আজাদ। 

জেলা প্রণিসম্পদক অফিসার ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, নগরীতে ৭ টি গাড়ির মাধ্যমে ন্যায্যমূল্যে দুধ ও ডিম ভ্রাম্যমাণ পদ্ধতিতে বিক্রি করা হবে। এসব গাড়িতে মাংস থাকবে না। তবে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এসব জায়গায়ও আমাদের এ কার্যক্রম চলবে। সেসব জায়গায় দুধ, ডিম ও মাংস পাওয়া যাবে। 

তিনি আরো বলেন, এসব ভ্রাম্যমাণ গাড়িতে দুধ বিক্রি হবে ৬০ টাকায়, ডিম বিক্রি হবে ডজন প্রতি ৭২ টাকায়। আর মাংস বিক্রি করা হবে কেজি ১২০ টাকায়। 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট