চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

উখিয়া সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২১ | ৭:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সাভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসী।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার পাশপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে। এসময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল ছোড়ে। এসময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কি কারণে তারা আমাদের ওপর হামলা করেছে বিষয়টি বুঝতে পারছি না। তবে ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান এ কর্মকর্তা। 

গত ২২ মার্চ উখিয়ার বালুখালী ক্যাম্পে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। এতে ১০ হাজারের অধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট