চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম থেকে হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড

পূর্বকোণ ডেস্ক

১২ এপ্রিল, ২০২১ | ৫:২৯ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

হেফাজতের শীর্ষনেতাদের এক বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম এসেছিলেন তিনি। চট্টগ্রাম থেকে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন।

তিনি জানান, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

হেফাজতের আমীর জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও সহকারী প্রচার সম্পাদক এনামুল হাসান ফারুকী বলেছেন, রবিবার সভা শেষে তিনি চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন গাড়ির অপেক্ষায়। সেখানেই তাঁকে সর্বশেষ দেখা গেছে। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

হেফাজতের হরতাল ও বিক্ষোভ থেকে নাশকতার সাম্প্রতিক ঘটনার পর এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা গ্রেপ্তার হলেন।

হেফাজতে ইসলামের কোনো শীর্ষপর্যায়ের নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পুরাতন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ তাকে আদালতে পাঠানো হয় এবং ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট