চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৪ জুলাই থেকে প্রথম হজ ফ্লাইট শুরু

কামাল পারভেজ অভি, সৌদি আরব

২৬ জুন, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

চলতি বছরে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিতব্য আসন্ন হজ পালনের জন্য আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৩০০১) এর একটি ফ্লাইট ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। নির্ধারিত সময়ে, নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বলে গত মঙ্গলবার দৈনিক পূর্বকোণকে জানিয়েছেন মক্কা বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
তিনি আরো জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের জেদ্দায় গমনের উদ্দেশ্যে বিদায় জানাবেন।
আগামী ১০ আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে মক্কায় হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট