চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

পেকুয়ায় প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২১ | ১১:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সেলিনা আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন। তারা হলেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম।

নিহতের স্বামী ফরিদুল আলম বলেন, ভোররাতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে নুরুল ইসলামের বসতবাড়িতে তাণ্ডব চালায়। এরপর চলে যাওয়ার সময় আমার বাড়ির ৪টি গরু লুট করার চেষ্টা করে। ওই সময় আমার স্ত্রী সেলিনা বাড়ি থেকে বের হয়। সাথে সাথেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করলে আমার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। যা পরে ডাক্তারও নিশ্চিত করেছেন। গুলির আওয়াজ শুনে সাকিব ও সাইফুল বাড়ি থেকে বের হলে তাদেরকেও গুলি করা হয়। এতে তারাও আহত হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার ৪টি গরু লুট করে নিয়ে যায়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে পাশের বাড়ির সেলিনা আক্তার গুলিতে নিহত হয়। ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট