চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বি‌ল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সিডিএকে: রেজাউল

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২১ | ৭:২০ অপরাহ্ণ

যারা বি‌ল্ডিং কোড না মে‌নে কিংব‌া প্রয়োজনীয় অনু‌মোদন ছাড়াই ভবন নির্মাণ ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে কঠোর পদ‌ক্ষেপ গ্রহ‌ন করতে হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। রবিবার (১১ এপ্রিল) সকালে নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়ায় হেলে পড়া পাঁচতলা ভবনটি পরিদর্শনে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন। এসময় তিনি মালিকদের ভবনটি পুনর্নির্মাণের পরামর্শ দেন।

তি‌নি ব‌লেন, নগরী‌তে যে সকল ভবন ‌হে‌লে প‌ড়ে‌ছে বা ঝুঁ‌কিপূর্ণ অবস্থায় র‌য়ে‌ছে তার এক‌টি সু‌নি‌র্দিষ্ট তা‌লিকা নিশ্চয়ই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ‌ক্ষের কা‌ছে আ‌ছে। আ‌মি ম‌নে ক‌রি, কোন বড় ধর‌নের বিপর্য‌য়ের আ‌গেই কেবল কা‌র্তিক ঘো‌ষের এ বা‌ড়ি‌টিই নয় বরং নগরী‌তে যতগু‌লো ঝুঁ‌কিপূর্ণ ভবন র‌য়ে‌ছে সব ক‌টি ভে‌ঙ্গে অপসার‌নে এসব ভবন মা‌লিক‌দের বাধ‌্য কর‌তে হ‌বে।
পরিদর্শনকালে সিএমপি’র ডেপু‌টি ক‌মিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক মো. আজিজুল হক, সিএমপির সহকারী কমিশনাার নোবেল চাকমা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনা বিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, মেয়‌রের একান্ত সহকারী আবুল হাসেম  উপ‌স্থিত ছি‌লেন।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট