চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতাসহ গ্রেপ্তার ৪

হাটহাজারী সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২১ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে থানা ভবন, ভূমি অফিস এবং ডাকবাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে হেফাজত নেতাসহ আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আজ শনিবার (১০ এপ্রিল) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান (২৫), কাপড়ের দোকানদার মোজাম্মেল হক (২৩), হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম (৪৪) ও মারুফ (২৮)।

রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল পূর্বকোণকে বলেন, গত ২৬ মার্চ থানা ভবন, ভূমি অফিস এবং ডাকবাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাদের কয়েকজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল (বুধবার) রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে হাটহাজারীতে থানা ভবন, ভূমি অফিসে এবং ডাকবাংলো ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট