চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ‘অভাবের তাড়নায়’ রিক্সাচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. জামাল উদ্দিন (৪৫) নামের এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) দুপুর ২টায় ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ সেনারজীবাগান এলাকায় নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন ওই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবারের ধারণা- অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন।

সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, জামাল উদ্দিন পেশায় রিক্সাচালক। তবে যখন যে কাজ পায় তা করে তিনি সংসার চালায়। অভাবের কারণে কোনো রিক্সা কিনতে পারেননি তিনি। রিক্সা কেনার জন্য শুক্রবার রাতে স্ত্রীর কাছে টাকা চান জামাল। স্ত্রীও অন্যের বাড়িতে কাজ করেন। তার কাছেও টাকা ছিলো না। তাই সে স্বামীকে টাকা দিতে পারেননি। শনিবার সকালে তার স্ত্রী নাস্তা আনার জন্য দোকান যান। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে ফিরে দেখেন স্বামী ঘরের ভেতরে বাঁশের আড়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট