চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পৌঁছেছে আরো তিন লাখ ছয় হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল, ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় এসব টিকা।

কোল্ড চেইন বজায় রেখে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে ২৫ কার্টনে আনা এসব টিকা। টিকাগুলো পরবর্তীতে বিভিন্ন কেন্দ্রে বিতরণ করা হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রথম ধাপে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন বা টিকা আসে চট্টগ্রামে। ৭ ফেব্রুয়ারি টিকা দেওয়া কার্যক্রম শুরু হওয়ার পর আরও ৯০ হাজার ডোজ টিকা পায় চট্টগ্রাম।

এদিকে আজ দ্বিতীয় দিনে চট্টগ্রামে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট