চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদাবাজি, চট্টগ্রামে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২১ | ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে পৃথক অভিযানে ৬ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামসুল হক রানা (২৭), মাহবুব আলম রনি (২৮), মো. মোশারফ হোসেন টুটুল (২৮), মো. আফসার (২৯), মো. সুমন হোসেন প্রকাশ সাদ্দাম (৩০) ও মো. রাজু (২৯)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম পূর্বকোণকে বলেন, ‌‘জনৈক গোলাম মোহাম্মদ (৬৭) নামের একব্যক্তির অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা গোলাম মোহাম্মদের এডিটিং করা অশ্লীল ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একবার তিন লাখ টাকা চাঁদা নেয়। পরে আবারও তিন লাখ টাকা দাবি করলে তিনি থানায় অভিযোগ করেন।’

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট