চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বন্দরে গোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২১ | ১০:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের সল্টগোলা মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৩৮) নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার মো. শহিদুল (২৭) সিরাজগঞ্জ সদর থানার রানীগ্রাম এলাকার রমজান আলীর ছেলে।

বন্দর থানার (মামলার তদন্ত কর্মকর্তা) এসআই আব্দুল্লাহ আল নোমান জানান, গতকাল বুধবার মো. শহিদুলকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করে। তিনি ওসমান লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের চালক। আজ বৃহস্পতিবার কোতোয়ালী থানার জিডি (নম্বর ৫৮১) মূলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার মিনহাজুল ইসলাম নিহতের ঘটনায় বন্দর থানার মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়।

উল্লেখ্য, রবিবার (৪ এপ্রিল) কাভার্ড ভ্যানের ধাক্কায় চট্টগ্রামে কর্মরত ডিজিএফআই কর্মকর্তা মিনহাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকালে মারা যান তিনি।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট