চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ব্যবস্থা: নওফেল

নিজস্ব প্রতিবেদক

৮ এপ্রিল, ২০২১ | ৮:৫৪ অপরাহ্ণ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে যারাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ থেকে বিষয়টি মনিটরং করা হবে। এতিমদের যাওয়ার কোনো জায়গা না থাকার কারণে এতিমখানাগুলো খোলা থাকবে। তবে কওমি মাদরাসাগুলোতে আবাসিক-অনাবাসিক যেগুলো আছে তা বন্ধ রাখার নির্দেশনা দেয়া আছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী হাসপাতালে আরও আটটি আইসিইউ শয্যা উদ্বোধন করেন। এ নিয়ে হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা দাঁড়ালো ১৮।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট