৮ এপ্রিল, ২০২১ | ৭:০২ অপরাহ্ণ
চকরিয়া-পেকুয়া সংবাদদাতা
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা দেড়টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা হলেন আমিনুল হক, মাহাবুল আলম ও মো. ইলিয়াছ।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন বড়ুয়া। তিনি বলেন, ‘বেলা দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
পূর্বকোণ/এএইচ
The Post Viewed By: 137 People