৮ এপ্রিল, ২০২১ | ৩:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন আরও ৮টি আইসিইউ’র উদ্বোধন করা হয়েছে। নতুন স্থাপন হওয়া এ ৮টি শয্যা নিয়ে কোভিড রোগীদের ডেটিকেটেড এ হাসপাতালে ১৮ শয্যায় উন্নীত হল নিবিড় পরিচর্যা কেন্দ্রটি (আইসিইউ)।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এই আইসিইউ’র উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো আসিফ খান, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 461 People