চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হস্তরেখাবিদ শান্তিপদ আচার্য

জ্যোতিষ আচার্য অর্ণব স্বর্ণপদকে ভূষিত

২৬ জুন, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

প-িত শান্তিপদ আচার্যকে ‘জ্যোতিষ আচার্য অর্ণব স্বর্ণপদক’ উপাধিতে ভূষিত করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির বিভাগীয় শাখার উদ্যোগে প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ৯ জুন আয়োজিত ১ম জাতীয় সম্মেলনে তাকে এ উপাধি দেয়া হয়। তিনি গত ৬০ বছর ধরে পটিয়াস্থ দক্ষিণ ভূর্ষি গ্রামে হস্তরেখাবিদ শান্তিপদ আচার্য জ্যোতিষী করে আসছেন।
উল্লেখ্য, তিনি গত ২০১৭ সালে ভারতের হোটেল হিন্দুস্থানে জ্যোতিষ ভাস্কর উপাধি সহ স্বর্ণ পদকে ভূষিত হন।
সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার, কেন্দ্রীয় মহাসচিব ড. কে.সি.পাল, ড. শেখর রায়, ড. মাধবাচার্য, বিভাগীয় সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আশীষ বড়–য়া, বিভাগীয় সহ-সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট