চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে ব্যবহৃত মোবাইল উদ্ধার চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০১৯ | ৬:৩৯ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন সিডিএ মার্কেট (রয়েল প্লাজা) ৩য় তলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ১৬১টি মোবাইল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এক গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিডিএ মার্কেট (রয়েল প্লাজা) ৩য় তলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ১৬১টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভারতে ব্যবহৃত মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বল্প দামে আনয়ন পূর্বক বাজারজাত করার উদ্দেশ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ঘটনাস্থলে প্রেরণ করেছে। আসামিগণসহ অজ্ঞাতনামা সহযোগীদের সাহায্যে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে উদ্ধারকৃত আলামত তথা পুরাতন ব্যবহৃত মোবাইলগুলো বাংলাদেশের অভ্যন্তরে বাজারজাত করার উদ্দেশ্যে প্রেরণ করেছে।

পলাতক আসামিরা হলেন, ১) মো. আবদার উদ্দিন(২৮), ২) নিজাম উদ্দিন (৪০), ৩) সাহল খান (৩৩) ও ৪) মো. আরিফ (৩৭)।

পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট