চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরির স্থান পরিদর্শন প্রধান জাতীয় কমিশনারের

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

২৫ জুন, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হবে ৩২তম ‘এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি’। ২০২১ সালে উপজেলার মইজ্জারটেকস্থ সিডিএ আবাসিক এলাকায় ওই আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। এতে ২৯ দেশের প্রায় ১২ হাজার স্কাউটস অংশগ্রহণ করবে।
গত ২২ জুন দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন করে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি আয়োজনে প্রাথমিকভাবে ওই স্থান নির্বাচন করেন। প্রতিনিধি দলে ছিলেন স্কাউটসের জাতীয় কমিশনার ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল হক, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা বেগম নেলী, স্কাউট চট্টগাম অঞ্চলের উপ-পরিচালক হামজার রহমান শামীম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্রেজারার এইচ এম ফজলুল কাদের, কর্ণফুলী থানার (পরিদর্শক তদন্ত) মো. জোবাইর সৈয়দ।
বাংলাদেশ স্কাউটস সূত্রে জানা যায়, ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্সে ৩২তম ‘এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি’র আয়োজক হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়। ২০২১ সালে অনুষ্ঠিতব্য ওই আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে ২৯ দেশের ১২ হাজার স্কাউটস অংশগ্রহণ করবে। এছাড়াও দেশি-বিদেশি অতিথিবৃন্দসহ প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন। এদের জন্য টাঙ্গানো হবে প্রায় ১২শত থেকে ১৫শত তাঁবু। ওই স্কাউট জাম্বুরি আয়োজনে প্রয়োজন বিভিন্ন সুযোগ-সুবিধাসহ একশত একরের জায়গা ।
স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, ২০২১ সালে অনুষ্ঠিতব্য ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি আয়োজনে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান স্যারের নেতৃত্বে প্রতিনিধি দল কক্সবাজার ও চট্টগ্রামে দুটি স্থান পরিদর্শন করে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকস্থ সিডিএ আবাসিক এলাকায় আয়োজনে সম্মত হয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট