চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আয়োজিত সভায় বক্তারা

আ.লীগের নেতৃত্বে দেশবাসী শান্তিতে

মফস্বল ডেস্ক

২৫ জুন, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উপজেলারর বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ। অতীতের যেকোন সময়ের চেয়ে দেশবাসী এখন শান্তি-সমৃদ্ধিতে জীবনযাপন করে চলেছে।
রাউজান উপজেলা আওয়ামী লীগ : নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, সংগঠনের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ২৩ জুন অনুষ্ঠিত হয়েছে। মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলার প্রত্যক ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে আগত নেতাকর্মিদের অংশগ্রহণে র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিটি রাঙ্গামাটি রোড ও জলিল নগর প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দীন আহমদ। যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, কাজী মো. ইকবাল, ভুপেশ বড়–য়া, আলমগীর আলী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, জসিম উদ্দিন চৌধুরী, জাফর আহমদ, শাহ আলম চৌধুরী, আব্বাস উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, সাহাব উদ্দিন আরিফ, সরোয়ার্দী সিকদার, সুকুমার বড়–য়া, বাবুল মিয়া মেম্বার, রোকন উদ্দিন, ইরফান আহমদ চৌধুরী, আহসান হাবিব চৌধুরী হাসান, আজিজ উদ্দিন ইমু, মোজাফফর আহমদ তালুকদার, জানে আলম জনি, নুরুল আমিন, আবদুস ছালাম, জসিম উদ্দিন চৌধুরী যিশু, মুসলিম উদ্দিন জয়নাল, স্বপন বড়–য়া, দুলাল কান্তি বড়–য়া, নুরুল আবছার বাঁশি, প্রিয়তোষ চৌধুরী, তসলিম উদ্দীন চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী সাবু, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী প্রমুখ।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগ: সংগঠনের উদ্যোগে পৌর শহরের সিস্টেম কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কমর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছৈয়দ আলম, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা এএসএম আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ, সাধারণ সম্পাদক আতিক হাসান সজিব প্রমুখ।
চন্দনাইশ : নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নগরীর অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, আ’লীগ নেতা আবুল বশর ভুইয়া, আহসান ফারুক, এডভোকেট আবদুল হান্নান, বলরাম চক্রবর্ত্তী, আবদুল মালেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আরিফুল ইসলাম খোকন, নুরুল হক সওদাগর, মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, এডভোকেট জয়শান্ত বড়–য়া, এডভোকেট সিরাজদৌল্লাহ, আবুল কাশেম বাবলু।
বাঁশখালী আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরের গ্রিন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা ও দপ্তর সম্পাদক শ্যামল দাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক বিকাশ রঞ্জন ধর, অধ্যাপক শেখ ফরিদুল আলম, জেলা পরিষদের মহিলা সদস্য শাহেদা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, চেয়ারম্যান মো. ইয়াছিন, চেয়ারম্যান মো. হারুনুর রশীদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নীলকন্ঠ দাশ, মোস্তাক আলী টিপু, মুজিবুর রহমান, ভূপাল বড়–য়া, টুটুন চক্রবর্ত্তী, এডভোকেট তোফাইল বিন হোছাইন, সাদুর রশীদ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট