চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে ফের ছিনতাই, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০১৯ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে মুখোশ পরিহিত অস্ত্রধারীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৬ জন শিক্ষার্থী। আজ সোমবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঘুরতে বের হয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এই ৬ শিক্ষার্থী।

ছিনতাইয়ের শিকার রসায়ন বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল গাজী জানান, ‘দুপুর দেড়টার দিকে পদার্থবিদ্যা বিভাগের ৫ জন বন্ধু মিলে নির্মানাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে ঘুরতে যাই। এসময় হঠাৎ মুখোশধারী ৪ জন ছিনতাইকারী রামদা নিয়ে আমাদের আক্রমণ করে ৫টি মোবাইল, নগদ ৫ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।’

ফয়সাল আরো জানান, ‘তাদেরকে দেখে স্থানীয় কৃষক বলে মনে হয়েছে। আমরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।’

ছিনতাইয়ে সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র পূর্বকোণ অনলাইনকে বলেন, ‘এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগও পেয়েছি। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে আরো দুই জনের নাম বলেছে। আশা করছি সবাইকে আমরা ধরতে পারবো।’

প্রসঙ্গত, একই বছরের গত ২৫ ও ২৯ মার্চ ভিন্ন দুটি জায়গায় একইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট