চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২৪ জুন, ২০১৯ | ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে চুরি হওয়া গরুসহ বাস আটক

মিরসরাই থেকে গরু চুরি করে পাচারের সময় একটি লোকালবাস আটক করে গরু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সকাল সাতটায় সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে এ বাসটি গরুসহ আটক করা হয়। পুলিশ ফাঁড়ির টি.আই রফিক আহমদ এই অভিযান পরিচালনা করে লোকালবাসসহ গরুগুলো আটক করেন। এ সময় বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

টি.আই রফিক আহমদ জানান, মিরসরাই থেকে গরু চুরি করে চোরেরা তোফায়েল মোটরস নামক ৪ নম্বর বাসে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পায়। এ তথ্যের ভিত্তিতে সার্জেন্ট সাইফুল আলমকে সাথে নিয়ে ফৌজদারহাটে বাসটি আটকের উদ্দেশ্যে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালাতে চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বাসটিকে ধাওয়া করা হয়। শেষে নগরীর কর্ণেলহাট এলাকায় পৌঁছালে সুগন্ধা আবাসিক এলাকার সামনে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এসময় বাস ও ভেতরে থাকা একটি গরু উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট