চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে বন্দুকযুদ্ধে মানব পাচারকারী ২ দালাল নিহত

নিজস্ব সংবাদদাতা , টেকনাফ

২৪ জুন, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ ২ জন মানব পাচারকারী দালাল নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই মানব পাচারকারী হলেন টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. রুবেল (২৩) এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (২০)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাটাবুনিয়া নৌঘাট এলাকায় রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামিদের ধরতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এক

পর্যায়ে ঘটনাস্থল থেকে মানব পাচারকারী সদস্যরা পালিয়ে গেলে রুবেল ও ওমর ফারুক নামে দুইজন মানব পাচারকারী দালালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদেরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর দেবনাথ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত দু’জনই মানব পাচারকারী দালাল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং ১৮ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, কনস্টেবল মহিউদ্দিন ও মোহাম্মদ শামীম রেজা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট