চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুগ্ম-নিবন্ধক

টেকসই সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সম্ভব

২৪ জুন, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয় আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়–য়া বলেন, উন্নয়নমুখী ও টেকসই সমবায় গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব। তিনি বলেন সমবায়ীগণের চাহিদা পূরণে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা প্রদান এ সময়ের অন্যতম দাবী। প্রয়োজনীয় জনবল, যানবাহন ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকলে রুটিন কাজের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের সাথে চট্টগ্রাম বিভাগাধীন জেলা সমবায় কার্যালয় সমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা শেখ কামাল হোসেন, উপ-নিবন্ধক (প্রশাসন) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহকারী নিবন্ধক কানিজ ফাতেমাসহ বিভিন্ন জেলা হতে আগত জেলা সমবায় কর্মকর্তাবৃন্দ। পরিশেষে চুক্তির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট