চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

তথ্য অধিকারবিষয়ক সভা হাটহাজারীতে

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

২৪ জুন, ২০১৯ | ১:০৯ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী তথ্য অধিকারবিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ২০ জুন।
ইউএনও রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রমানিক, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলি মো. কামরুজ্জামান, ডা. ইমতিয়াজ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ ওয়াহেদ, সিনিয়র মৎস কর্মকর্তা আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আমান উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, কেশব কুমার বড়–য়া, মনসুর আলী, শিক্ষক নেতা শিমুল মহাজন ও মো. ফিরোজ প্রমুখ।
বক্তারা বলেন, কমিশনের সেøাগান হচ্ছে, ‘তথ্য চাইলে জনগণ, বাধ্য দিতে প্রশাসন’। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পেলে দুর্নীতি কমবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট