২৪ জুন, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, রাউজান
রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির বিরুদ্ধে এবার উপজেলার সকল চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর জিডি করেছেন।
গত শনিবার ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর তাদের প্যাডে প্রতিনিধির মাধ্যমে এসব জিডির আবেদনপত্র জমা দেন রাউজান থানায়। জিডিতে শান্তির রাউজানকে অশান্ত করার চেষ্টা, ধর্মীয় বিশৃংখলা সৃষ্টি, ধর্মকে পুঁজি করে ভেদাভেদসহ নানা অভিযোগ তোলেন মুনিরীয়ার বিরুদ্ধে।
জিডির বিষয়টি স্বীকার করে শনিবার রাতে থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, ‘জিডির অধিকাংশ আবেদন গ্রহণ করা হয়েছে। এগুলো জিডি আকারে গ্রহণ করা হচ্ছে পর্যায়ক্রমে।